পুরান ঢাকার লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, যার একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা এবং সুশীল সমাজের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র প্রপৌত্র সিরাজ আলী খান সরদে একটি অসাধারণ শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পণ্ডিত অসিত দে খেয়াল (রাগ-ভীমপলশ্রী) পরিবেশন করেন, যা উপস্থিত সকল দর্শককে মুগ্ধ করে। এরপর নবীন প্রজন্মের শিল্পীবৃন্দ এবং সিরাজ আলী খান সংগীত পরিবেশন করেন। রাত ৮টা ৪৫ মিনিটে বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা রাগ কিরওয়ানি পরিবেশন করেন। তাদের মধ্যে ছিলেন অভিজিৎ কুন্ডু (কণ্ঠ-ধ্রুপদ), প্রশান্ত ভৌমিক (তবলা), ফাহমিদা নাজনীন (তবলা), শুক্লা হালদার (এস্রাজ), নিলয় হালদার (সারেঙ্গি), ইসরা ফুলঝুরি খান (সরোদ), ইলহাম ফুলঝুরি খান (সরোদ), সোহিনী মজুমদার (সেতার), মোহাম্মাদ কাওছার (সেতার)। অনুষ্ঠানে আফসানা খান (সেতার) ও রুখসানা খান (সরোদ) যুগলবন্দি পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ'কে নিয়ে কথোপকথনে অংশগ্রহণ করেন নাসির আলী মামুন। পরে সিরাজ আলী খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সবশেষে সরোদ শাস্ত্রীয় সংগীতের অসাধারণ নৈপুণ্যে দর্শকদের বিমোহিত করেন সিরাজ আলী খান, সহযোগী শিল্পী হিসেবে ছিলেন কল্লোল ঘোষ ও আর্চিক ব্যানার্জী (তবলা)। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আফজাল হোসেন এবং মারিয়া ফারিহ্ উপমা। এ ধরনের অনুষ্ঠান উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতেও সহায়ক হয়।
#সঙ্গীত,#সংস্কৃতি, #লালবাগকেল্লা,#ওস্তাদ আলাউদ্দিন খাঁ,#বাংলাদেশ,
0 মন্তব্যসমূহ
dnabdlive@gmail.com