dnabdlive.blogspot

Header Ads Widget

ঐতিহ্যবাহী পুরস্কার ব্যালন ডি’অর কার ভাগ্যে জুটবে

 

মেসি-রোনাল্ডো যুগ পরবর্তী ব্যালন ডি’অর জয়ে ফেবারিট ভিনিসিয়াস

ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার ব্যালন ডি’অর কার ভাগ্যে জুটবে তা নিয়ে প্রতি বছরই নানা আলোচনা চলতে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। আজ বাংলাদেশ সময় রাত ১.৪৫ মিনিটে পুরো ফুটবল বিশ্বের চোখ থাকবে প্যারিসের থিয়েটার দু শালেটের মঞ্চের দিকে।

২০০৭ সালের পর প্রথম কোন ব্রাজিলিয়ান হিসেবে এবার ব্যালন ডি’অর জয়ে ফেবারিট হিসেবেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। অন্যদিকে নারী বিভাগে টানা দ্বিতীয়বারের মত এই পুরস্কার উঠতে পারে বার্সেলোনার এইতানা বোনমাতির হাতে।

২০০৩ সালের পর এই প্রথমবারের মত আধুনিক ফুটলের দুই বিশ্ব তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো নেই ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়। এতে একটি বিষয় অন্তত নিশ্চিত, ব্যালন ডি’অর জয়ে মেসি-রোনাল্ডো যুগের অবসান হতে যাচ্ছে। এই সময়ের মধ্যে মেসি-রোনাল্ডো মিলে ১৩টি ব্যালন ডি’অর নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন।

রোনাল্ডোর সাত নম্বর জার্সি পড়ে এখন মাঠে নামেন ভিনিসিয়াস। স্প্যানিশ চ্যাম্পিয়নশীপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রিয়ালকে সামনে থেকে নেতৃত্ব দেয়া ভিনিকে নিয়ে অনেক ফুটবল বিশেষজ্ঞই আশাবাদী।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডকে ৫-২ গোলে হারানোর ম্যাচে হ্যাটট্রিক করা ভিনি সম্পর্কে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘এবারের ব্যালন ডি’অর ভিনিই জিতবে। শুধুমাত্র গোলের কারনে নয়, তার চরিত্রের কারণে এই পুরস্কারটা এবার তার প্রাপ্য। সে সত্যিই একজন বিশেষ ফুটবলার।’

লিওনেল মেসির কাছ থেকে পুরস্কার ছিনিয়ে নিতে ২৪ বছর বয়সী ভিনিসিয়াসের গত মৌসুমের পারফরমেন্সই যথেষ্ঠ। গত বছর মাদ্রিদের রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে ভিনিসিয়াসের সেমিফাইনালের দুই গোল ও ফাইনালের এক গোলসহ ছয় গোল মূখ্য ভূমিকা পালন করেছে।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ