মেসি-রোনাল্ডো যুগ পরবর্তী ব্যালন ডি’অর জয়ে ফেবারিট ভিনিসিয়াস
লিওনেল মেসির কাছ থেকে পুরস্কার ছিনিয়ে নিতে ২৪ বছর বয়সী ভিনিসিয়াসের গত মৌসুমের পারফরমেন্সই যথেষ্ঠ। গত বছর মাদ্রিদের রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে ভিনিসিয়াসের সেমিফাইনালের দুই গোল ও ফাইনালের এক গোলসহ ছয় গোল মূখ্য ভূমিকা পালন করেছে।
0 মন্তব্যসমূহ
dnabdlive@gmail.com