dnabdlive.blogspot

Header Ads Widget

'খালি হাতে' ফিরিয়ে দেয়া যাবে না কপ২৯ দরিদ্র দেশগুলোকে : গুতেরেস


 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার বলেছেন, কপ-২৯ শীর্ষ সম্মেলনে দেশগুলোকে অবশ্যই এমন একটি চুক্তিতে পৌঁছাতে হবে, যা জলবায়ু সংকটে ভূক্তভোগী দরিদ্র দেশগুলোকে ‘খালি হাতে’  ফেরাবে না।

আজারবাইজানের রাজধানী বাকু থেকে এএফপি জানায়, গুতেরেস বলেন, ‘উন্নয়নশীল দেশগুলোকে খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত হবে না। তাই একটি চুক্তি আবশ্যক।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ